শ্রমিকদের গণপিটুনিতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিহত

শ্রমিকদের গণপিটুনিতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিহত

শেয়ার করুন

_90934074_a8af8546-c770-47e5-92c8-9e7b2ed2ad24

বিশ্বসংবাদ ডেস্ক :

বলিভিয়ায় বিক্ষুব্ধ খনি শ্রমিকদের গণপিটুনিতে নিহত হয়েছেন দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রডলফো ইলানেস।

শুক্রবার বিবিসি জানায়, বৃহস্পতিবার বিক্ষুব্ধ খনি শ্রমিকেরা ৫৬ বছর বয়েসি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রডলফো এবং তার দেহরক্ষীকে অপহরণ করে নিয়ে যায়। পরে তাকে হত্যা করে তারা।

এদিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কার্লোস রোমেরো এক বার্তায় বলেন, সকল তথ্যপ্রমানাদি অনুযায়ী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রডলফোকে কাপুরুষোচিত এবং বর্বরোচিতভাবে হত্যা করা হয়েছে।
_90934164_mediaitem90934163
বৃহস্পতিবার রাজধানী লা পাজ থেকে ১৬০ কিলোমিটার দূরে পান্ডোরো এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় গিয়েছিলেন ইলানেস। সেখানেই তাকে অপহরণ করা হয়।

চলতি সপ্তাহেই আইন পরিবর্তনের জন্য বিক্ষোভ করে আসছিলেন খনিশ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে প্রাণ হারান দুই শ্রমিক। আহত হন অন্তত ১৭ পুলিশ।