শ্রদ্ধা ভালবাসায় রাফসানজানিকে বিদায় জানালেন ইরানিরা

শ্রদ্ধা ভালবাসায় রাফসানজানিকে বিদায় জানালেন ইরানিরা

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

শ্রদ্ধা আর ভালবাসায় সাবেক প্রেসিডেন্ট আলী আকবর হাশেমি রাফসানজানিকে শেষ বিদায় জানালেন ইরানের হাজার হাজার মানুষ।

মঙ্গলাবার তেহরান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার জানাযা অনুষ্ঠিত হয়। ক্যাম্পাস অডিটরিয়ারে ভেতরে ও বাইরে হাজার হাজার নারী ও পুরুষ তার জানাযায় অংশ নেন। জানাযা পড়ান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট হাসান রুহানি এবং পার্লামেন্ট স্পিকার আলী লারিজানি। জানাযার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

রোববার ৮২ বছর বয়সে, হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন সাবেক প্রেসিডেন্ট রাফসানজানি। তার মৃত্যুতে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক চলছে। ১৯৮৯ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৫ সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে মাহমুদ আহমাদিনেজাদের কাছে হেরে যান। পশ্চিমাদের সঙ্গে ইরানের সম্পর্ক স্থাপন ও তা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।