শুরু হল ব্রেক্সিট প্রক্রিয়া

শুরু হল ব্রেক্সিট প্রক্রিয়া

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

ব্রেক্সিটের প্রক্রিয়া শুরু করার জন্য ইউরোপিয় ইউনিয়নের উদ্দেশ্যে লেখা চিঠিতে স্বাক্ষর করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। চিঠিটি আগামী বুধবার ইউরোপিয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্কের কাছে হস্তান্তর করা হবে।

শেষ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হচ্ছে আজ। ২০০৯ সালের লিসবন চুক্তির ৫০ ধারা মেনে আজ দেশটির ইইউ ত্যাগের আনুষ্ঠানিক ইচ্ছার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হবে।

এর ফলে আনুষ্ঠানিক ও চূড়ান্তভাবে দেশটির ২৮ জাতির এ জোট থেকে বের হয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হবে। তবে এ প্রক্রিয়া সম্পন্ন হতে কমপক্ষে ২ বছর লেগে যেতে পারে। সবকিছু ঠিকঠাক মতো চললে ২০১৯ সালের প্রথম দিকে ব্রেক্সিট বাস্তবায়ন শেষ হতে পারে।

মে-র স্বাক্ষরিত চিঠিটি হস্তান্তর করার পরই শুরু হবে, এই বিচ্ছেদের শর্তাবলী নিয়ে দুই বছরব্যাপী আলোচনা। লিসবন চুক্তির আর্টিকেল ফিফটি অনুযায়ী ইইউ কর্মকর্তাদের কাছে এই চিঠিটি দেয়া হবে। মঙ্গলবার সকালে মন্ত্রীসভার বৈঠকে একটি বিবৃতি দেবেন থেরেসা মে। যেখানে তিনি ব্রেক্সিটের ক্ষণগণনা শুরুর বিষয়টি জানাবেন।