শান্তিমিশনে নিরাপত্তা গাফলতি, জাপানের প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

শান্তিমিশনে নিরাপত্তা গাফলতি, জাপানের প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

শেয়ার করুন

_97107370_gettyimages-823710354বিশ্বসংবাদ ডেস্ক :

জাতিসংঘ শান্তিমিশনে অংশ নেওয়া জাপানি সেনাদের ‘দায়িত্ব পালনের’ হাজিরা খাতা উধাওয়ের অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করেছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী তমোমি ইনেদা।

দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবের কাছে শুক্রবার পদত্যাগপত্র জমা দেন তামোমি। আগামী ৩ অগাস্ট সম্ভাব্য আবে সরকারের মন্ত্রীসভার রদবদলের আগেই প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগের এই ঘটনা ঘটল। ২০১৬ সালে দক্ষিণ সুদানে দায়িত্বরত জাপানি শান্তিরক্ষীদের এ হাজিরা খাতা নষ্ট হওয়ার খবর সম্প্রতি জাপানি গণমাধ্যমে প্রকাশিত হয়।

এর পরপরই বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। গষমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই বছরের জুলাইয়ে সুদানের রাজধানী জুবায় বিদ্রোহীদের সঙ্গে লড়া্‌ই চলছিল। আর ওই সময় দায়িত্বরত জাপানি সেনাদের ‘দায়িত্ব পালনে’ অবহেলার অভিযোগ ওঠে। জাতিসংঘ থেকে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে এ ব্যাপারে জানানো সত্ত্বেও, তমোমি ইনেদা বিষয়টি গোপন রাখেন। সদ্য পদত্যাগী তমোমি ইনেদাকে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে পারেন বলে বিবেচনা করা হতো।