শপথ নিলেন দক্ষিণ কোরিয়ার নব নির্বাচিত প্রেসিডেন্ট মুন

শপথ নিলেন দক্ষিণ কোরিয়ার নব নির্বাচিত প্রেসিডেন্ট মুন

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

শপথ নিলেন দক্ষিণ কোরিয়ার নব নির্বাচিত প্রেসিডেন্ট মুন-জেই-ইন। মানবাধিকার আইনজীবী মুন-জেই-ইন দেশের ১৯ তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন, যিনি উদার মতামতের জন্য পরিচিত।

উত্তর কোরিয়া প্রসঙ্গে মুক্ত মনোভাবের ডেমোক্রেটিক পার্টির এই নেতা দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট পার্ক জিউন-হাইয়ের স্থলাভিষিক্ত হবেন। এদিকে গতকাল ভোট গ্রহণের পর দেশটির র্নিাচন কমিশন থেকে পাওয়া তথ্যে জানা যায়, মুন জা-ইন ভোট পেয়েছেন ৪১.০৮ শতাংশ ভোট।

তার পক্ষে ভোট দিয়েছেন মোট এক কোটি ৩১ লাখ ২৩ হাজার ৮শ ভোটার। মুনের নিকটতম প্রতিদ্বন্দ্বী লিবার্টি কোরিয়া পার্টির হং জুন-পিয়ো পেয়েছেন ২৫.৫ শতাংশ ভোট। ধারণা করা হচ্ছে, ৬৪ বছর বয়সী মুন জেই ক্ষমতা গ্রহণের ফলে উত্তর কোরিয়া ইস্যুতে দক্ষিণ কোরিয়ার নীতি বদলাবে।

এর আগের সরকারগুলো উত্তর কোরিয়া প্রসঙ্গে কঠোর মনোভাব দেখালেও মুন জা-ইন পিয়ংইয়ংয়ের সঙ্গে সম্পর্ক জোরদারের পক্ষে। মুন এমন একটি সময়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন যখন একদিকে দক্ষিণ কোরিয়া আর্থিক সংকট মোকাবিলা করছে, অন্যদিকে কোরিয়া উপদ্বীপে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া যুদ্ধাবস্থায় রয়েছে।