লিবিয়া উপকূলে ৮৭ অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ উদ্ধার

লিবিয়া উপকূলে ৮৭ অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ উদ্ধার

শেয়ার করুন

_94770159_redcrescent2বিশ্বসংবাদ ডেস্ক :

লিবিয়ার জাবিয়া শহরের কাছে সমুদ্রের তীরে ভেসে উঠেছে ৮৭ জনের মৃতদেহ। ধারণা করা হচ্ছে, আফ্রিকান অভিবাসীরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যা‌ওয়ার পথে নৌকাডুবিতে মারা যান।
_94767985_redcrescentউদ্ধারকর্মীদের ছয় ঘণ্টার চেষ্টায় জাবিয়া শহরের কাছে ওইসব মৃতদেহের সন্ধান পাওয়া যায়। এগুলোর মধ্যে বেশ কয়েকটি শিশুর মৃতদেহও রয়েছে। লিবিয়ান রেড ক্রিসেন্ট-এর মুখপাত্র মোহাম্মদ আল মিসরাতি জানান, ঘটনাস্থল সংলগ্ন এলাকায় পরিত্যক্ত অবস্থায় রাবারের তৈরি একটি নৌকা পাওয়া গেছে। এ ধরনের নৌকায় সাধারণত ১২০ জনের মতো আরোহী থাকে। সে কারনে আরও শরণার্থীর মৃতদেহ উদ্ধারের শঙ্কা প্রকাশ করেন তিনি। মঙ্গলবার জাবিহা’য় উদ্ধার হওয়া মৃতদেহগুলো, লিবিয়ার রাজধানী ত্রিপলিতে নিয়ে যাওয়া হবে।

গত কয়েক মাসে সাগরপথে ইউরোপে প্রবেশের চেষ্টায় অভিবাসীদের মৃত্যুর সংখ্যা রেকর্ড পরিমাণে পৌঁছেছে। গত বছর ইউরোপের পথে রওনা দিয়ে নৌকা ডুবে কমপক্ষে ৫ হাজার অভিবাসীর মৃত্যু হয়।