লন্ডনে ইকুয়েডরের দুতাবাসে জুলিয়ান এসাঞ্জের অবস্থান হুমকির মুখে

লন্ডনে ইকুয়েডরের দুতাবাসে জুলিয়ান এসাঞ্জের অবস্থান হুমকির মুখে

শেয়ার করুন

_93267104_assangeবিশ্বসংবাদ ডেস্ক :

লন্ডনে ইকুয়েডরের দুতাবাসে উইকিলিকসের কর্ণধার জুলিয়ান এসাঞ্জের শ্বরনার্থী-জীবন হুমকির মুখে পড়েছে। এর ফলে, বৃটিশ কর্তৃপক্ষের দ্বারা তার গ্রেপ্তার এবং একইসঙ্গে তাকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানোর পথ উন্মুক্ত হয়ে পড়লো।

এসাঞ্জ বিগত ৬ বছর ধরে ওই দুতাবাসে অবস্থান করছেন। ওই দুতাবাসে তার অবস্থান হুমকির মুখে ছিল বলে কিছুদিন আগে এসাঞ্জ জানিয়েছিলেন।

সুত্র জানায়, তার বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। যে কারণে তিনি যে কোন দিন ওই দুতাবাস ছাড়তে পারেন। এমনও হতে পারে, তাকে চাপ দিয়ে ওই স্থান ত্যাগ করতে বাধ্য করা হতে পারে। অথবা, এমন পরিস্থিতি তৈরি করা হতে পারে- যাতে তিনি নিজেই ওই স্থান ত্যাগ করাকে ভাল মনে করবেন। ওই ঘটনার সঙ্গে ঘনিষ্ঠ একজন একথা জানিয়েছেন।

ওই দুতাবাস ছেড়ে গেলে- তার কাছে কী তথ্য আছে- সেটা খুঁজে বের করতে মার্কিন তদন্তকারীরা আগ্রহী হয়ে উঠতে পারেন।