রোহিঙ্গা নির্যাতন: সুচির নিরবতার নোবেলজয়ী ডেসমন্ড টুটুর

রোহিঙ্গা নির্যাতন: সুচির নিরবতার নোবেলজয়ী ডেসমন্ড টুটুর

শেয়ার করুন

3190বিশ্বসংবাদ ডেস্ক :

রোহিঙ্গাদের ওপর সামরিক অভিযানের নামে নির্যাতন-হত্যা বন্ধের আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকার সমাজকর্মী ডেসমন্ড টুটু।

টুইটারে নিজের অফিশিয়াল অ্যাকাউন্টে পোস্ট করা এক খোলা চিঠিতে টুটু মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান নিপীড়নকে ‘জাতিগত নির্মূল’ বলেও মন্তব্য করেন। সেই সঙ্গে অং সান সু চির নীরবতার নিন্দা জানিয়েছেন ৮৫ বছর বয়সী টুটু। সুচিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ন্যায়পরায়ণতার প্রতীক হয়ে ওঠা একজনের জন্য এমন একটি দেশের নেতৃত্ব দেয়া বেমানান।
রোহিঙ্গা
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ এক টুইট বার্তায় রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সহিংসতাকে গণহত্যা বলে মন্তব্য করেছেন। রোহিঙ্গাদের জন্য খাবার ও জরুরি সামগ্রী পাঠাবে ইরান। রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যা দ্রুত বন্ধ করার আহ্বান জানিয়েছে পাকিস্তান। আর মালয়েশিয়া বলেছে, যেসব রোহিঙ্গা নাগরিক নৌকা নিয়ে আসতে পারবেন তাদের আশ্রয় দেবে দেশটি।