রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে একমত আন্তর্জাতিক মহল

রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে একমত আন্তর্জাতিক মহল

শেয়ার করুন

93292-050-D91807D8
বিশ্বসংবাদ ডেস্ক :

নিরাপত্তা দিয়ে মর্যাদার সঙ্গে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে একমত আন্তর্জাতিক মহল।

নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে স্থানীয় সময় শুক্রবার বিকেলে নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এক বিবৃতিতে জাতিসংঘে নিযুক্ত ফ্রান্সের স্থায়ী প্রতিনিধি ফ্রাসোয়া দেলাত্রে জানান, রাখাইনে সহিংসতা বন্ধ করে স্থিতিশীলতা আনা, সব ধরণের মানবিক ত্রাণ সহায়তা পৌছানো এবং পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে  ওপর জোর দেয়া হয়েছে। এছাড়া সমস্যার সমাধানে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের আলোচনা অব্যাহত রাখা এবং কফি আনান কমিশনের সুপারিশ অবিলম্বে বাস্তবায়নে মিয়ানমার সরকারের ওপর চাপ অব্যাহত রাখার বিষয়টিও উঠে এসেছে।

রোহিঙ্গা সমস্যার দীর্ঘ মেয়াদী সমাধানে নিরাপত্তা পরিষদ কাজ করে যাবে উল্লেখ করে তিনি জানান, এই আলোচনা ছিল খুবই সহায়ক। বৈঠকে সুপারিশগুলো তুলে ধরেন কফি আনান। রোহিঙ্গা সংকট নিরসনে স্বল্প সময়ের মধ্যে কী করা দরকার সে বিষয়ে সবাই একমত হয়েছেন বলে জানান তিনি। তার দেয়া সুপারিশগুলোর ভিত্তিতে রাখাইনে স্থিতিশীলতা আনতে মিয়ানমার সরকারের সঙ্গে রোডম্যাপ তৈরির উদ্যোগ নিতে শুরু করেছে আন্তর্জাতিক মহল।