রোহিঙ্গাদের দ্রুত ফেরত নিতে মিয়ানমারের প্রতি ইইউর আহবান

রোহিঙ্গাদের দ্রুত ফেরত নিতে মিয়ানমারের প্রতি ইইউর আহবান

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

মিয়ানমারের রাখাইন রাজ্যে অব্যাহত সহিংসতায় বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দ্রুতি ফেরত নিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক।

দেশটিতে মানবাধিকার যথাযথভাবে বজায় রাখার বিষয়েও মতামত দেন তিনি। সংঘাতময় রাখাইনে ত্রাণকর্মীদের প্রবেশ করতে দিতে হবে বলে তিনি মন্তব্য করেন। এমন মন্তব্যের আগে তিনি বৈঠক করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে।

বৈঠকের পর এক যৌথ ঘোষণায়, সংকট সমাধানে বাংলাদেশের সঙ্গে কাজ করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানায় ইউরোপীয় ইউনিয়ন ও ভারত। কফি আনানের প্রতিবেদনের পূর্ণ বাস্তবায়নেই সমস্যার সমাধান সম্ভব বলে ঘোষনায় উল্লেখ করা হয়।