রুহানির সঙ্গে বৈঠকের প্রস্তাব ট্রাম্পের

রুহানির সঙ্গে বৈঠকের প্রস্তাব ট্রাম্পের

শেয়ার করুন

3824বিশ্বসংবাদ ডেস্ক

কোনও পূর্বশর্ত ছাড়াই যেকোনও সময়ে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে বৈঠকের প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই প্রস্তাব দেন ট্রাম্প। ট্রাম্পের বক্তব্যের কিছু পরেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, ইরান যদি তাদের আচরণ পরিবর্তন করে তাহলে তিনি বৈঠকের বিষয়টিকে সমর্থন করবেন।

যুক্তরাষ্ট্রের এমন প্রস্তাবের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানির উপদেষ্টা হামিদ আবুতালেবি। এক টুইট বার্তায় তিনি বলেন, পরমাণু চুক্তিতে ফিরে আসা ও ইরানের অধিকারের প্রতি সম্মান জানানো সংলাপের পথকে সহজ করবে। যদি এই বৈঠক হয়ে তাহলে ১৯৭৯ সালে ইরানের ইসলামিক বিপ্লবের পর এটাই হবে দুই দেশের মধ্যে কোনও শীর্ষ পর্যায়ের বৈঠক।

ট্রাম্পের এমন আকস্মিক প্রস্তাব উত্তর কোরিয়ার  নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাতের আগের সময়কার মতোই মনে হচ্ছে। ওই বৈঠকের আগেই দুই নেতা একে অপরকে অপমান করার পাশাপাশি হুমকি-ধামকি দিচ্ছিলেন।