রুশ হেলিকপ্টারে সিরীয় বিদ্রোহীদের হামলায় নিহত ৫

রুশ হেলিকপ্টারে সিরীয় বিদ্রোহীদের হামলায় নিহত ৫

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক:

সিরীয় বিদ্রোহীদের হামলায় একটি রুশ সামরিক হেলিকপ্টার ভূপাতিত হয়ে কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।

রোববার সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে রাশিয়ার একটি সামরিক হেলিকপ্টারকে গুলি করে ভূপাতিত করে সিরিয়ার বিদ্রোহীরা।

বিবিসি জানায়, (এমআইএইট) নামের ওই হেলিকপ্টারটিতে ৩ ক্রু এবং ২ রুশ কর্মকর্তা ছিলেন।  হেলিকপ্টারটি আলেপ্পোতে ত্রাণ সরবরাহ করে ফিরছিল বলে জানা গেছে।

ইদলিবে কট্টরপন্থি জিহাদি দলগুলোসহ সিরিয়ো বিদ্রোহী দলগুলোর জোটগুলোও শক্তিশালী অবস্থানে আছে। বার্তা সংস্থা রয়টার্সের ছবিগুলোতে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ এবং ছিন্নভিন্ন দেহ দেখা গেছে।

২০১৫ সালের সেপ্টেম্বর থেকে সিরিয়ায় অভিযান শুরুর পর থেকে এর আগেও রাশিয়ার সামরিক বিমান ভূপাতিত হয়েছে। গত জুলাইয়ে পালমিয়ায় আইএস জঙ্গি দুটি রুশ হেলিকপ্টার ভূপাতিত করে। এতে দুই রুশ পাইলট প্রাণ হারান।