রাশিয়া সফরে যাচ্ছেন কিম

রাশিয়া সফরে যাচ্ছেন কিম

শেয়ার করুন

kim-jong-un1বিশ্বসংবাদ ডেস্ক :

রাশিয়া সফরে যাবেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। মস্কো সফরের ব্যাপারে কিম জং উন নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন রুশ পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার। তিনি কিমের সঙ্গে বৈঠক করার পর গতকাল শনিবার এই তথ্য জানান।

উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে কিম জং উনের সঙ্গে এক ঘণ্টার বেশি বৈঠক করেন স্পিকার ভ্যালেন্তিনা ম্যাতভিয়েনকো। পরে তিনি বলেন, কিম জং উন শান্তি চান। তিনি রাশিয়া সফর করতে প্রস্তুত। কূটনৈতিক চ্যানেলে তার সফরের তারিখ নির্ধারণ করা হবে। তবে কিম সফরের জন্য খুব বেশি দেরি করতে চান না।

কিম স্পিকারকে বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দেশের সহযোগিতার গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের আলোচনা করা দরকার, এমনকি বিশ্বের বর্তমান পরিস্থিতি নিয়েও। স্পিকার প্রেসিডেন্ট পুতিনের বার্তা কিমের কাছে পৌঁছে দিয়েছেন বলে জানান। তবে বার্তার বিষয়ে বিস্তারিত জানাননি ভ্যালেন্তিনা।