রাশিয়ায় পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দল এগিয়ে

রাশিয়ায় পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দল এগিয়ে

শেয়ার করুন

putin

বিশ্ব সংবাদ ডেস্ক:

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে স্পষ্ট ব্যবধানে এগিয়ে ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টি। বেসরকারী ফলাফল অনুযায়ী তারা ৪৬ দশমিক ১৬ শতাংশ ভোট পেয়েছে।

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমা’র ৪৫০টি আসনে এই নির্বাচন। রোববার সকাল থেকে সারা দিন ভোটগ্রহণ চলে। এ পর্যন্ত ১১ শতাংশ ভোট গণনা করা হয়েছে। এর মধ্যে ১৭ দশমিক দুই তিন শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে লিবারেল ডেমোক্রেটস পার্টি।

১৬ দশমিক ছয় চার শতাংশ ভোট নিয়ে তৃতীয় অবস্থানে কমিউনিস্ট পার্টি। ভোটগ্রহণ হয়েছে ক্রিমিয়াতেও। পশ্চিমা দেশগুলোর সঙ্গে শীতল সম্পর্ক, অর্থনৈতিক সংকট এবং সিরিয়ায় সামরিক অভিযানসহ নানা চাপের মধ্যে রাশিয়ায় এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

২০১৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনে জিতে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট হতে চান বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবারের পার্লামেন্ট নির্বাচন সেই বিজয়ের পথ সুগম করে দিতে যাচ্ছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।