রাশিয়ার পরীক্ষার মুখে পড়বে ন্যাটো: লিথুয়ানিয়া

রাশিয়ার পরীক্ষার মুখে পড়বে ন্যাটো: লিথুয়ানিয়া

শেয়ার করুন

linas-linkevicius-68023506বিশ্ব সংবাদ ডেস্ক:

ট্রাম্প দায়িত্ব নেয়ার আগেই, লিথুয়ানিয়া সীমান্তে সেনা মোতায়েন করে ন্যাটোর প্রতিক্রিয়া দেখার চেষ্টা করতে পারে রাশিয়া। এমন আশঙ্কা লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রীর।

শুক্রবার বাল্টিক অঞ্চলের দেশটির পররাষ্ট্রমন্ত্রী লিনাস লিনকেভিসাস বিবিসিকে তার এ শঙ্কার কথা জানান। তিনি বলেন, ওই এলাকায় হস্তক্ষেপ করলে, ট্রাম্প সরকার কী ধরনের প্রতিক্রিয়া দেখাবে, তা বুঝতেই সামরিক শক্তি বৃদ্ধি করতে পারে রাশিয়া।

ইউক্রেনের ক্রিমিয়া দখলের মতো রাশিয়া লিথুয়ানিয়া সীমান্তও দখল করতে পারে বলে আশঙ্কা তার। ন্যাটোর অন্তর্ভূক্ত দেশটি আশা করছে, রাশিয়া সামরিক আগ্রাসন চালালে ন্যাটো তা প্রতিহত করবে। কিন্তু পুতিনের সঙ্গে ট্রাম্পের সখ্যতার কারণে মস্কোর অভিযান যুক্তরাষ্ট্র এড়িয়ে যেতে পারে বলে অস্বস্তি ছড়িয়েছে।

ক্রিমিয়া দখলের পর বাল্টিক অঞ্চলের দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্কের অবনতি ঘটে। যদিও, রাশিয়ার প্রভাব ঠেকাতে লিথুয়ানিয়া, এস্তোনিয়া ও পোল্যান্ডে তিন হাজার সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ন্যাটো।