রাজ্যসভা থেকে তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষের পদত্যাগ

রাজ্যসভা থেকে তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষের পদত্যাগ

শেয়ার করুন

Arpita

আন্তর্জাতিক ডেস্ক।।

বুধবার হঠাৎই সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন অর্পিতা ঘোষ। বুধবার রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুর সঙ্গে দিল্লিতে দেখা করে পদত্যাগ পত্র দিয়েছেন তিনি। পরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীকে একটি চিঠি দিয়েছেন বলেও জানা গেছে।

সংসদের বাদল অধিবেশন চলার সময় বিক্ষোভ দেখানোর জন্য যে কয়েকজন তৃণমূল সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল, অর্পিতা তাঁদের অন্যতম।

নাট্যকার, পরিচালক অর্পিতা ঘোষ নন্দীগ্রামে জমি আন্দোলনের সময় থেকেই তৃণমূল ঘনিষ্ঠ। তাঁর পরিচালনায় পঞ্চম বৈদিকের প্রযোজনায় পশুখামার নাটকটি একসময় রাজ্যের রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে যথেষ্ট আলোড়ন ফেলেছিল। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কেন্দ্র থেকে ২০১৪ সালে সাংসদ হন অর্পিতা। তবে, ২০১৯ এ এই কেন্দ্র থেকে তিনি ভোটে হেরে যান বিজেপির সুকান্ত মজুমদারের কাছে। ২০২০ তে তৃণমূল থেকে রাজ্যসভার সাংসদ করা হয় তাঁকে। ২০২৬ পর্যন্ত অর্পিতার সাংসদ পদের মেয়াদ ছিল। কিন্তু হঠাৎ তিনি কেন পদত্যাগ করলেন তা নিয়ে জোর জল্পনা তৃণমূল অন্দরে।