যে মাছের দাঁত মানুষের দাঁতের মত

যে মাছের দাঁত মানুষের দাঁতের মত

শেয়ার করুন

maxresdefault-6এটিএন টাইমস ডেস্ক:

মানুষের দাঁত সমৃদ্ধ মাছ! হ্যাঁ মাছটি অস্ট্রেলিয়া জেলেদের হাতে ধরা পড়ে। তারা খুবই বিস্মিত হয়েছিল এই বিষ্ময়কর প্রজাতির মাছ দেখে। তারা মাছটির একটি ভিডিও তৈরি করে এবং পরবর্তীতে ছেড়ে দেয়। দক্ষিণ নিউ জার্সি লেকের একজন জেলে অদ্ভুত এই মাছ টি ধরেন যার দাঁত মানুষের মতই।

pacu-fishতবে মাছটিকে তেমন ভয় পাবার প্রয়োজন নেই। মাছটি পিরানহা পরিবারের। মাছটি পাকু নামে পরিচিত। পাকু বেশিরভাগই গাছপালা ও ছোট মাছ খায় ও পানিতে পড়া বাদাম, বীজ খেয়ে থাকে। মাছটির চোয়ালের শক্তি প্রচন্ড, শক্তি এতটাই যে পানিতে পড়ে থাকা গাছের বাদামগুলো ফাঁটাতে পারে।

পাকু মাছ সাধারণত অ্যামাজনে পাওয়া যায় তবে আমেরিকার বিভিন্ন জায়গায় যেমন  নিউ জার্সি সেইসাথে কলোরাডো, ক্যালিফোর্নিয়া, আরকানসাস, টেক্সাস, আলাবামা, আইডাহোর, ইন্ডিয়ানা, মেইন মিসিসিপি, ভার্জিনিয়া, উটাহ, উইসকনসিন, উয়োমিনেও পাওয়া গেছে।

এই মাছ মাত্র কয়েক ইঞ্চি লম্বা হয় যখন সাধারণত ক্রয় করা হয়। যখন তারা যৌবনে পদার্পন করে তখন তারা তিন ফুট লম্বা এবং চল্লিশ পাউন্ড এর বেশি হয়। অদ্ভুত এই পাকু কে মানুষ শখ করে আ্যকুরিয়ামে পুঁষে থাকে।