যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দিল ইরান, প্রস্তুত সৌদি আরব

যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দিল ইরান, প্রস্তুত সৌদি আরব

শেয়ার করুন

_107013582_054037759-2
বিশ্বসংবাদ ডেস্ক :

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলেও, এই অঞ্চলে যুদ্ধের সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-কে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন : সাম্প্রতিক পরিস্থিতিতে তেহরান কখনো যুদ্ধ চায়নি। কয়েকদিন আগে, পারস্য উপগাসরে যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন করে যুক্তরাষ্ট্র। একে ইরানের জন্য হুমকি ভাবা হচ্ছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তেহরানের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। কিন্তু ট্রাম্প না চাইলেও, তার আশপাশের সবাই ইরানের বিরুদ্ধে শক্তিশালী যুক্তরাষ্ট্রকে প্রদর্শন করতে চাইছে বলে মন্তব্য করেন জাভেদ জারিফ।

এদিকে, সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবায়ের বলেছেন : রিয়াদও যুদ্ধ চায় না। তবে পরিস্থিতি সৃষ্টি হলে সর্বশক্তি নিয়ে প্রতিহত করার জন্য তারাও প্রস্তুত। তিনি বলেন: বল এখন ইরানের কোর্টে। সুতরাং তেহরানকেই তাদের ভাগ্য নির্ধারণ করতে হবে।