যুক্তরাষ্ট্র গ্যাংস্টারের মতো আচরণ করছে : উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্র গ্যাংস্টারের মতো আচরণ করছে : উত্তর কোরিয়া

শেয়ার করুন

08pompeo-jumbo
বিশ্বসংবাদ ডেস্ক :

পরমাণু নিরস্ত্রিকরণ করার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র গ্যাংস্টারের মতো আচরণ করছে বলে অভিযোগ করেছে উত্তর কোরিয়া।

বিবিসি জানায়, পরমাণু নিরস্ত্রিকরণ প্রসঙ্গে উত্তর কোরিয়ার সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের আচরণ অত্যন্ত যন্ত্রণাদায়ক ছিলো বলে উল্লেখ করে পিয়ংইয়ং। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও পিয়ংইয়ং এর শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে যাওয়ার কয়েকঘন্টা পর নাম প্রকাশে অনিচ্ছুক এক উত্তর কোরিয় কর্মকর্তা শনিবার রাতে  এক বার্তায় একথা জানান।

এদিকে, দুদিনব্যাপি পিয়ংইয়ং সফরের আলোচনায় বেশ অগ্রগগিত হয়েছে বলে দাবি করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। গতমাসে সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে শীর্ষ বৈঠকের পর এই প্রথম পম্পেও পিয়ংইয়ং সফর করলেন।

কিম ও ট্রাম্পের বৈঠকে উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত করার ব্যাপারে সমঝোতা হয় কিন্তু তা বাস্তবায়নের উপায় নিয়ে কোনো মতৈক্য হয়নি।