যুক্তরাষ্ট্রের হুমকির পর বাগদাদে মার্কিন দূতাবাস চত্বর ছেড়েছে বিক্ষোভকারীরা

যুক্তরাষ্ট্রের হুমকির পর বাগদাদে মার্কিন দূতাবাস চত্বর ছেড়েছে বিক্ষোভকারীরা

শেয়ার করুন

_110362445_mediaitem110362444বিশ্বসংবাদ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের হুমকির পর বাগদাদে মার্কিন দূতাবাস চত্বর ছেড়েছে বিক্ষোভকারীরা। ইরানপন্থিদের বিক্ষোভে নেতৃত্ব দেওয়ায় ইরানকে চরম মূল দিতে হবে বলে হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

সেখানে অতিরিক্ত সাড়ে ৭শ’ সৈন্য পাঠানোরও ঘোষণা দেওয়া হয়। এরপরই দূতাবাস চত্বর ছেড়ে চলে যায় বিক্ষোভকারীরা। অথচ বুধবারই বিক্ষোভকারীরা দীর্ঘমেয়াদে বিক্ষোভের প্রস্তুতির কথা বলেছিল।

মার্কিন সৈন্যরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস এবং স্টান গ্রেনেডও নিক্ষেপ করে। মার্কিন দূতাবাসে বিক্ষোভে নেতৃত্ব দিয়েছে ইরাকের হাশদ আল শাবি বা পপুলার মডার্নাইজেশন ফ্রন্ট নামের প্যারামিলিটারি গ্রুপ। বুধবার সংগঠনটি বিক্ষোভকারীদের চলে যাওয়ার নির্দেশ দেয়। বিক্ষোভকারীদের গ্রিন জোনের বাইরে অবস্থান অবস্থান নিতে ফ্রন্টের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।

এর আগে মঙ্গলবার বিক্ষোভকারীরা মিছিল করে বাগদাদের ‘গ্রিন জোন’-এ মার্কিন দূতাবাসের দিকে যায় এবং দূতাবাসের ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করে। তারা দূতাবাসের একটি অংশে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়।