যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি ফিলিস্তিনের

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি ফিলিস্তিনের

শেয়ার করুন

8456বিশ্বসংবাদ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিন। মার্কিন কর্তৃপক্ষ যদি ওয়াশিংটনে অবস্থিত ফিলিস্তিনি মিশন বন্ধ করে দেয়ার পরিকল্পনায় অটল থাকে; তবে তাদের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়া হবে জানায় ফিলিস্তিন কর্তৃপক্ষ।

ফিলিস্তিনের ক্ষমতাসীন দল প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন -এর মহাসচিব সাইব এরেকাত জানান, ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়েরের প্রচেষ্টাকে কেন্দ্র করে ওয়াশিংটনের সাথে প্যালেস্টাইনের এই টানাপোড়েন।

ওয়াশিংটন ওই মিশনের অনুমতি নবায়ন না করার সিদ্ধান্ত নেয়ায় ফিলিস্তিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছে। সাইব উরেইকাত বলেন, ইসরায়েলের চাপের কাছে নতি স্বীকার করে তারা এই হুমকি দিয়েছে বলে মন্তব্য করেন সাইব।

এদিকে মার্কিন পররাষ্ট্র দফতরের  এক কর্মকর্তা জানান, তারা আইসিসি’তে যাওয়ার পরিকল্পনা করার কারণে  পিএলও মিশনের অনুমতি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে।