ম্যানচেস্টারে হামলাকারীর বাবা-ভাই গ্রেপ্তার

ম্যানচেস্টারে হামলাকারীর বাবা-ভাই গ্রেপ্তার

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

ম্যানচেস্টার হামলার সন্দেহভাজন আত্মঘাতী সালমান আবেদির পরিকল্পনার কথা অন্তত এক মাস আগেই জানতো তার ছোট ভাই হাশেম আবেদি। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাশেম এ স্বীকারোক্তি দেয় বলে দাবি করেছে লিবীয় পুলিশ।

আইএস’র সঙ্গে জড়িত থাকা ও ত্রিপোলিতে হামলার পরিকল্পনা করার সন্দেহে সালমানের ভাই হাশেম ও তার বাবা রমজানকে গ্রেফতার করা হয়। সালমানকে সুইসাইড ভেস্ট তৈরিতে হাশেমই সহযোগিতা করেছে বলেও অভিযোগ রয়েছে।

গ্রেফতারের পর বুধবার রাতে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শিক্ষার্থী হাশেম আবেদিকে ম্যানচেস্টার হামলা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানায় লিবিয়ার সন্ত্রাসবিরোধী ইউনিট। তাদের দাবি, হাশেম যে আগে থেকেই এ পরিকল্পনার কথা জানতো তা স্বীকার করেছে।

হাশেম জানিয়েছে, গত এপ্রিলে আত্মঘাতী সালমানের সঙ্গে দেখা করতে ম্যানচেস্টার গিয়েছিল সে। তখন সে এ হামলার পরিকল্পনার কথা জানতে পারে। ১৬ এপ্রিল লিবিয়া ফিরে এলেও সালমানের সঙ্গে যোগাযোগ হতো বলে জানায় হাশেম।