মোদির ওপর রাজীব গান্ধীর মত হামলার আশঙ্কা

মোদির ওপর রাজীব গান্ধীর মত হামলার আশঙ্কা

শেয়ার করুন

narendra-modi-7594
বিশ্বসংবাদ ডেস্ক :

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর হামলার আশঙ্কা সর্বোচ্চ পর্যায়ে উল্লেখ করে নিরাপত্তা কঠোর করা হচ্ছে। সোমবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে পাঠানো এক বিবৃতিতে একথা জানিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মোদির নিরাপত্তায় থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি-র অনুমতি না পেলে, প্রধানমন্ত্রীর কাছে যেতে পারবেন না মন্ত্রীরা। এমনকি উচ্চ পর্যায়ের সরকারী কর্মকর্তারাও। তবে কারা, কিভাবে হামলা করতে পারে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানায়নি স্বরাষ্ট্র মন্ত্রনালয়।

সম্প্রতি নিষিদ্ধ সংগঠন মাওবাদী গোষ্ঠীর ৫ নেতাকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ। উদ্ধার করা একটি চিঠিতে মোদির ওপর হামলার ইঙ্গিত ছিল। পুলিশের দাবি, সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মতো মোদির ওপরও আত্মঘাতী হামলা হতে পারে। এছাড়া নির্বাচন উপলক্ষ্যে প্রচারণা চালাবেন নরেন্দ্র মোদি। তাই নিরাপত্তায় ফাঁক রাখতে চাইছে না স্পেশাল প্রোটেকশন গ্রুপ।