মেক্সিকোর ভূমিকম্প: ধ্বংসস্তুপের নীচ থেকে তিন স্কুলছাত্র জীবিত উদ্ধার

মেক্সিকোর ভূমিকম্প: ধ্বংসস্তুপের নীচ থেকে তিন স্কুলছাত্র জীবিত উদ্ধার

শেয়ার করুন

_97952379_041862260বিশ্বসংবাদ ডেস্ক :

ভূমিকম্প বিধ্বস্ত মেক্সিকোতে বুধবার রাতভর উদ্ধার তৎপরতা চালিয়েছে উদ্ধারকর্মীরা। এ সময় জীবিত উদ্ধার হয়েছে রাজধানীতে ধসে পড়া স্কুলটির ধ্বংসস্তুপের নীচে চাপা পড়া আরো তিনজন।

নিখোঁজ এক কিশোরীর সন্ধানে স্কুলটির ধ্বংসস্তুপের কাছে জড়ো হয় উত্তোজিত জনতা। উদ্ধারকাজে বিঘ্ন ঘটনার আশংকায় আইনশৃংখলা রক্ষাকারি বাহিনী স্কুলটি ঘিরে রাখে।

বুধবার গভীর রাতে ১২ বছর বয়সী ওই কিশোরীর সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন উদ্ধারকর্মীরা। এ সময় ধ্বংসস্তুপের নীচে আরো দুজন জীবিত অবস্থায় রয়েছে বলে নিশ্চিত হন তারা। ভূমিকম্পের পর প্রবল বৃষ্টিপাতে উদ্ধার তৎপরতা মারাত্মকভাবে বিঘ্নিত হয়।

ওই স্কুল চাপা পড়ে ১২ ছাত্র এবং ৫ জন ব্যাক্তি নিহত হয়েছে। এখন পর্যন্ত ভুমিকম্পে মোট ২৩০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।