মেং ওয়ানঝৌকে জামিনে মুক্তি দিয়েছে কানাডার আদালত

মেং ওয়ানঝৌকে জামিনে মুক্তি দিয়েছে কানাডার আদালত

শেয়ার করুন

_104695829_051054235

বিশ্বসংবাদ ডেস্ক :

চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মেং ওয়ানঝৌকে জামিনে মুক্তি দিয়েছে কানাডার একটি আদালত।

১০ মিলিয়ন কানাডিয়ান ডলারের বিনিময়ে জামিন মঞ্জুর করেন ভানকোভারের বিচারক। তবে তাকে ২৪ ঘন্টা নজরদারীতে রাখা হবে।

ইরানের ওপর আরোপিত বাণিজ্য নিষেধাজ্ঞা উপেক্ষা করার অভিযোগে যুক্তরাষ্ট্রের অনুরোধে গত ১ ডিসেম্বর মেং-কে গ্রেফতার করে কানাডীয় কর্তৃপক্ষ। টেলিকম কোম্পানী হুয়াওয়ের প্রতিষ্ঠাতার মেয়ে মেং গ্রেফতার হবার পর চীনের সঙ্গে কানাডার সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়।

এবার এই মামলায় ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করবেন বলে সম্পতি বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।