মুসলমানরা ধর্মীয় বিদ্বেষের শিকার: নিউইয়র্ক মেয়র

মুসলমানরা ধর্মীয় বিদ্বেষের শিকার: নিউইয়র্ক মেয়র

শেয়ার করুন

1422638959654

নিজস্ব প্রতিবেদক :

মুসলমানরা ধর্মীয় বিদ্বেষের শিকার হচ্ছেন বলে মন্তব্য করেছেন নিউ ইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিও। মসজিদের ইমামসহ ২ বাংলাদেশি নিহত হওয়ার পর, এক বিবৃতিতে তিনি এই প্রতিক্রিয়া জানান।

বিল ডে ব্লাসিও বলেন, তাদের হত্যাকাণ্ডের উদ্দেশ্য স্পষ্ট নয়। তবে, এটা নিশ্চিত যে তারা ধর্মীয় বিদ্বেষের শিকার। হামলাকারীদের খুঁজে বের করা হবে। এ ঘটনাকে তিনি চরম সংকটময় পরিস্থিতি বলে উল্লেখ করেন।

এই ঘটনার পর নিউ ইয়র্কের মুসলমানদের মধ্যে আতঙ্ক দেখা হয়েছে। সেখানকার মসজিদগুলোতে টহল পুলিশের সংখ্যা বাড়ানোর আবেদন করা হয়েছে। বিশেষ করে নামাজের সময় মুসল্লিদের যাতায়াতে পুলিশের নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। নিহতদের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।