মুক্তি পেতে চাইলে অর্থ-সম্পদ দিতে হবে আটক সৌদি নাগরিকদের

মুক্তি পেতে চাইলে অর্থ-সম্পদ দিতে হবে আটক সৌদি নাগরিকদের

শেয়ার করুন

f8004771f0ec4d42986927f9679c9efa_18বিশ্বসংবাদ ডেস্ক :

মুক্তি পেতে চাইলে অর্থ-সম্পদ কর্তৃপক্ষের হাতে তুলে দিতে হবে। সৌদি আরবে দুর্নীতির অভিযোগে আটক কয়েকজনকে এমন চুক্তির প্রস্তাব দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকটি সূত্র রয়টার্সকে এই তথ্য দিয়েছে। তারা বলেছে, আটক এক ব্যবসায়ী তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোটি কোটি সৌদি রিয়াল তুলেছেন। সরকারের সাবেক এক জ্যেষ্ঠ কর্মকর্তা তাঁর ৪০০ কোটি রিয়াল মূল্যের শেয়ারগুলোর মালিকানা হস্তান্তরে রাজি হয়েছেন।

আরেকটি সূত্র বলেছে, গত সপ্তাহে সৌদি সরকার দুর্নীতিবিরোধী অভিযানের নামে বহু মানুষের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা শুরু করে। তবে এরপরই সেই অবস্থান থেকে সরে গিয়ে অজ্ঞাত সম্পদ হস্তান্তরের নির্দেশনা জারি করে কর্তৃপক্ষ।

তৃতীয় একটি সূত্র বলেছে, অবৈধ উপায়ে অর্জিত সম্পদ হস্তান্তরে রাজি থাকলে রিয়াদের রিজ কার্লটন হোটেলে আটক থাকা সময়কে ওই ব্যক্তিদের সাজার মেয়াদ হিসেবে ধরা হবে।