মিয়ানমারে সু চির দলের দুই নেতার ৯০ ও ৭৫ বছর কারাদণ্ড

মিয়ানমারে সু চির দলের দুই নেতার ৯০ ও ৭৫ বছর কারাদণ্ড

শেয়ার করুন

Aung sang suchi

আন্তর্জাতিক ডেস্ক।।

মিয়ানমারের ক্ষমতাচ্যুত ও বন্দী নেত্রী অং সান সু চির দলের দুই সদস্যকে ৯০ ও ৭৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। দুর্নীতির অভিযোগে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার আদালত এই রায় দেন। দণ্ডিত ওই নেতাদের আইনজীবী এসব তথ্য জানিয়েছেন। খবর ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান অনলাইনের।

১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থান হয়। জান্তা সরকার দেশটির নেত্রী সু চিকে বন্দী করে। এরপর সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) বহু নেতাকে আটক করা হয়। এর মধ্যে কয়েক ডজনকে ইতিমধ্যে বিভিন্ন দণ্ড দেওয়া হয়েছে। তবে এর আগে এত বড় মেয়াদের কারাদণ্ড কাউকে দেওয়া হয়নি।

অভ্যুত্থানের পর মিয়ানমারের সামরিক জান্তা কর্তৃপক্ষ আমেরিকান একজন সাংবাদিককে আটক করে। গতকাল তাঁকেও পাঁচ মাসের বেশি সময়ের জন্য কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

তাঁর আইনজীবী এ তথ্য জানিয়ে বলেছেন, ওই সাংবাদিকের বিরুদ্ধে নতুন করে দুটিসহ মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে।

গতকাল দেশটির কাইন প্রদেশের সাবেক পরিকল্পনামন্ত্রী থান নাইংকে দুর্নীতির ছয়টি অভিযোগে অভিযুক্ত করে প্রাদেশিক একটি আদালত তাঁকে ৯০ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। তাঁর আইনজীবী জাও মিন হ্ল্যাইং জানিয়েছেন, ৬টি অভিযোগের প্রতিটিতে ১৫ বছর করে মোট ৯০ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।