মিয়ানমারের বিরুদ্ধে বাণিজ্যিক নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ইইউর

মিয়ানমারের বিরুদ্ধে বাণিজ্যিক নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ইইউর

শেয়ার করুন

রোহিঙ্গাবিশ্বসংবাদ ডেস্ক :

রোহিঙ্গাসহ অন্যান্য জাতিগোষ্ঠীর ওপর নিপীড়ন চালানো ও তা অব্যাহত রাখার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে ইউরোপিয় ইউনিয়ন।

সম্প্রতি মানবাধিকার পরিস্থিতি দেখতে মিয়ানমার সফর করেন ইইউ কর্মকর্তারা।  চার দিনের পরিদর্শন শেষে গত বুধবার তদন্তদল ফিরে আসার পরই, ইইউয়ের পক্ষ থেকে মিয়ানমারের বিরুদ্ধে বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দেয়া হলো।

ইউরোপিয় ইউনিয়নের বাণিজ্যবিষয়ক কমিশনার সেসিলিয়া ম্যালমাস্ট্রম এক বিবৃতিতে বলেছেন, বিভিন্ন জাতিগোষ্ঠীর সুরক্ষা ও মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে পদক্ষেপ না নিলে, ইইউ আওতাধীন বাজারে পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের সুযোগ হারাতে হবে মিয়ানমারকে।

এমন হুঁশিয়ারির পর দেশটির ব্যবসায়ীদের কয়েকটি সংগঠন বলেছে, এতে ব্যাপক অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বেন তারা।