মিয়ানমারের বাধ্যতামূলক বিচার চান মিশেল ব্যাশেলেট

মিয়ানমারের বাধ্যতামূলক বিচার চান মিশেল ব্যাশেলেট

শেয়ার করুন

-২20180904095743
নিজস্ব প্রতিবেদক :

রোহিঙ্গা নিপীড়ন ও বিতাড়নের ঘটনায় মিয়ানমারের বাধ্যতামূলক বিচার দাবি করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রধান মিশেল ব্যাশেলেট।

সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কাউন্সিলের সভায় দেয়া বক্তব্যে তিনি বলেন, রাখাইনে রোহিঙ্গাদের ওপর চালানো নির্যাতন ও নিপীড়নের ঘটনায় জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের দেয়া প্রতিবেদন খুবই বিশ্বাসযোগ্য।

রোহিঙ্গাদের জোর করে বিতাড়ন এবং অন্যান্য অপরাধ সংঘটনের ঘটনায় মিয়ানমারের বিরুদ্ধে বিচারের প্রক্রিয়া শুরু করায় আন্তর্জাতিক অপরাধ আদালতের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান। অপরাধীদের দায়মুক্তির বিরুদ্ধে পদক্ষেপ নেয়া এবং রোহিঙ্গাদের মর্যাদার সঙ্গে নিজ ভূমিতে ফেরানোর এটাই সুযোগ বলে মনে করেন মিশেল ব্যাশেলেট।

জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতি তিনি আহ্বান জানান, যেনো রোহিঙ্গা ইস্যুতে সব ধরণের তথ্য সরবরাহ এবং সমর্থন অব্যাহত রাখতে। যাতে আন্তর্জাতিক আদালতে আইন লঙ্ঘনকারী মিয়ানমারের বিচার সম্ভব হয়।