মার্কিন সেনা থেকে মুক্তির পরও, রক্তাত্ব পথেই আফগানরা!

মার্কিন সেনা থেকে মুক্তির পরও, রক্তাত্ব পথেই আফগানরা!

শেয়ার করুন
Afghan security personnel patrol during fighting between Taliban and Afghan security forces in Kunduz city, north of Kabul, Afghanistan, Thursday, June 24, 2021. Taliban gains in north Afghanistan, the traditional stronghold of the country's minority ethnic groups who drove the insurgent force from power nearly 20  years ago, has driven a worried government to resurrect militias whose histories have been characterized by chaos and widespread killing. (AP Photo/Samiullah Quraishi)
ফটো- এ এফ পি

 

।।  সুদীপ ঘোষ ।।

মার্কিন আর ন্যাটো বাহিনীর হাত থেকে মুক্তির হাতছানি। অথচ আফগানদের সেই মুক্তির পথেই রক্ত ঝরছে। আবারো শক্তির জানান দিতে উন্মত্ত তালেবানরা।
উগ্রবাদ-যুদ্ধ আর রক্ত পাশে ফেলে ক্রিকেটের কারিশমায় দক্ষিণ এশিয়ার নয়া ব্রান্ড আফগানিস্তান। আর মহাতারকা সেদেশের রশিদ খান। দশকের সেরা টি-টুয়েন্টি ক্রিকেটারদের একজন। তবে মহাতারকা থেকে কিংবদন্তী হবার সুযোগ কি পাবেন তিনি?
মুক্তির আলোয় আলোকিত হবার সুযোগটাতেও আফগানিস্তানে ঘন কালো মেঘ।

প্রায় ২০ বছর অবস্থান শেষে ফিরে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ন্যাটোর সেনারা। ১১ সেপ্টেম্বরের মধ্যে দেশটি ছেড়ে যেতে চায় সবাই। তবে সৈন্য-সামন্তদের বিদায়ের মাঝের এ সময়টায়, আধিপত্য তালেবানের। বিদেশি সেনাদের অস্ত্রগুলো বেহাত হয়ে এখন তাদের হাতে।
যেই তালেবান থামাতে ২০ বছরের যুদ্ধ, সেই তালেবানরাই কয়েক দিনের চেষ্টায় আবারও বাদঘিস প্রদেশের রাজধানী কালা-ই-নাওয়ে।

শহরের কারাগার ভেঙ্গে প্রায় চারশ’ বন্দিকে মুক্ত করেছে । বন্দিদের মধ্যে একশ’র বেশি তালেবান সদস্য। কারাগারের নিরাপত্তায় থাকা আফগান বাহিনী লড়াই ছাড়াই আত্মসমর্পণ করেছে।

আফগান ছাড়তে মার্কিন জোটের শর্ত ছিলো: তালেবানরা আর উগ্রবাদ ছড়াবে না। যদিও গত কয়েক সপ্তাহের মধ্যে বেশ কয়েকটি জেলার নিয়ন্ত্রণ নিয়েছে তারা। অভিযোগ রয়েছে : আফগান সরকারের সেনারা ভয়েই তালেবানদের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন না।