মার্কিন দূতাবাস জেরুজালেমে না সরাতে ট্রাম্পের প্রতি আহবান

মার্কিন দূতাবাস জেরুজালেমে না সরাতে ট্রাম্পের প্রতি আহবান

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

তেল আবিব থেকে মার্কিন দূতাবাস সরিয়ে জেরুজালেমে নিলে শান্তি প্রক্রিয়ায় সর্বনাশা প্রভাব পড়বে বলে ট্রাম্পকে সতর্ক করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

তাই এক চিঠিতে তিনি তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে না নিতে আহবান জানান। আব্বাসের চিঠির বরাত দিয়ে সোমবার ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানায়, এ ধরনের পদক্ষেপ শান্তি প্রক্রিয়া, দুই রাষ্ট্রনীতি এবং আঞ্চলিক স্থিতিশীলতা সৃষ্টিতে বাধা হয়ে দাঁড়াবে। এ ধরনের পদক্ষেপ থেকে যুক্তরাষ্ট্রকে বিরত রাখার জন্য ভূমিকা নিতে ইউরোপিয় ইউনিয়নসহ রাশিয়া ও চীন কাছেও চিঠি পাঠিয়েছেন আব্বাস।

নির্বাচনের আগে, জেরুজালেমে মার্কিন দূতাবাস সরিয়ে নেয়ার প্রতিশ্রুতি দেন ট্রাম্প। পশ্চিম তীরে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করে পূর্ব জেরুজালেমকে এর রাজধানী করতে চায় ফিলিস্তিন। কিন্তু পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে ইসরায়েল। এখন সেখানে বসতি স্থাপন করছে দেশটি। জাতিসংঘের মতে যা অবৈধ।