মারাত্মক আকার ধারন করেছে অস্ট্রেলিয়ার দাবানল

মারাত্মক আকার ধারন করেছে অস্ট্রেলিয়ার দাবানল

শেয়ার করুন

australiaবিশ্বসংবাদ ডেস্ক :

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে প্রায় একশোটি জায়গায় জ্বলছে দাবানল। এর মধ্যে সবচেয়ে মারাত্মক আকার ধারন করেছে রাজধানী সিডনির আশেপাশের এলাকায়।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আগুন আরও তীব্র হয়েছে। আর তা নিয়ন্ত্রণে কাজ করছেন প্রায় দুই হাজার দমকলকর্মী। দাবানলের প্রভাবে প্রায় এক সপ্তাহ ধরে ধোঁয়ার আবরণে ঢেকে আছে অস্ট্রেলিয়ার অন্যতম বড় এই শহরটির আকাশ। বাতাসে দূষনের মাত্রা অতিরিক্ত বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

আগামী কয়েকদিনে তা বিপদজনক মাত্রা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কর্মকর্তারা বলছেন, ধোঁয়ার কারণে গত সপ্তাহে শহরের হাসপাতালে রোগী ভর্তির পরিমাণ দশ শতাংশ বেড়েছে। এবছর স্বাভাবিক সময়ের বেশ আগে গত অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় দাবানল শুরু হয়। এবছরের দাবানলে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্য। এরইমধ্যে সেখানকার প্রায় ১৬ লাখ হেক্টর ভূমি পুড়ে গেছে।