মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের রণতরী মোতায়েন মনস্তাত্ত্বিক যুদ্ধ: ইরান

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের রণতরী মোতায়েন মনস্তাত্ত্বিক যুদ্ধ: ইরান

শেয়ার করুন

_106808009_68272466-3a8c-4cbc-81f0-4721b2422349বিশ্বসংবাদ ডেস্ক :

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানবাহী জাহাজ মোতায়েনকে একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ হিসেবে আখ্যা দিয়েছে ইরান।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র কেইভান খোসরাভি মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জাহাজ পাঠানো প্রসঙ্গে জন বোল্টনের বক্তব্যকে সেকেলে বলে উল্লেখ করেন। তিনি বলেন সামরিক ও নিরাপত্তা বিষয়ে বোল্টনের কোন প্রজ্ঞা নেই ও তাঁর বক্তব্য শুধুমাত্র তাঁর নিজের প্রতি দৃষ্টি আকর্ষণে জন্যই করা হয়েছে। তিনি বলেন ইরানের সশস্ত্র বাহিনী ২১ দিন আগে মার্কিন এই যুদ্ধ জাহাজকে ভূমধ্যসাগরে প্রবেশ করতে দেখেছে।

অস্থায়ী মার্কিন প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শাহনাহান সোমবার জানান ইরানের কাছ থেকে সম্ভাব্য নিরাপত্তা হুমকির প্রেক্ষিতেই ভূমধ্যসাগরে জাহাজ পাঠানোর অনুমোদন দিয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে এর ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা আরো বৃদ্ধি পাবে।