ব্রেক্সিট চুক্তি নিয়ে ট্রাম্পের সমালোচনার কড়া জবাব ডাউনিং স্ট্রিটের

ব্রেক্সিট চুক্তি নিয়ে ট্রাম্পের সমালোচনার কড়া জবাব ডাউনিং স্ট্রিটের

শেয়ার করুন

_109485053_12d2430e-4c0c-4bbc-9e94-63077ea362f7
বিশ্বসংবাদ ডেস্ক :

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রেক্সিট চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার কড়া জবাব দিয়েছে ডাউনিং স্ট্রিট।

১০ নং ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেন দেশের স্বার্থে বিশ্বের যেকোন প্রান্তে মুক্ত বানিজ্য চুক্তি করার অধিকার আছে বৃটেনের।বরিস জনসনের ইউএর সঙ্গে ব্রেক্সিট চুক্তি নিয়ে সমালোচনা করে ট্রাম্প বলেন ব্রেক্সিট চুক্তির কারণে বৃটেনের সঙ্গে কোন চুক্তি করতে পারবে না যুক্তরাষ্ট্র।

এ ছাড়া করবিন খুবই বাজে প্রধানমন্ত্রী হবেন বরং বরিস জনসনই বর্তমান প্রেক্ষাপটে উপযুক্ত প্রধানমন্ত্রী ট্রাম্পের এই বক্তব্যের কঠোর সমালোচনা করেছে লেবার পার্টি।  তারা বলছে তাঁর বন্ধু জনসনকে সুবিধা দিতে বৃটেনের নির্বাচনে হস্তক্ষেপের পরিকল্পনা করছেন ট্রাম্প। ব্রেক্সিট আগামী বছরের ৩১ জানুয়ারী পর্যন্ত বিলম্বিত হওয়ার পর ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃটেনের পার্লামেন্ট নির্বাচন।