ব্রিটিশ পার্লামেন্টে ট্রাম্পের ভাষণদানে আপত্তি স্পিকারের

ব্রিটিশ পার্লামেন্টে ট্রাম্পের ভাষণদানে আপত্তি স্পিকারের

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

ব্রিটিশ পার্লামেন্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণদানে প্রবল আপত্তি জানিয়েছেন নিম্নকক্ষ হাউস অব কমন্সের স্পিকার জন বেরকো।

বিবিসি জানায়, সোমবার যুক্তরাজ্যের পার্লামেন্টে তার আপত্তির কথা জানান তিনি। এসময় স্পিকার বলেন, ট্রাম্প পার্লামেন্টে এমপিদের সামনে ভাষণ প্রদান করুন সেটা তিনি চান না। আগামী জুলাই মাসে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্রিটেন সফরের কথা রয়েছে।

পার্লামেন্ট ওয়েস্টমিনিস্টার হলে কাউকে আমন্ত্রণ জানাতে হলে ৩ জনের অনুমতি অবশ্যই প্রয়োজন হয়। তাদের মধ্যে জন বেরকো অন্যতম। তিনি বলেন, পার্লামেন্ট বর্ণবাদ এবং লিঙ্গ বৈষম্যের বিরোধী। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে এগুলোর সঙ্গে জড়িত থাকার অভিযোগ আছে। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞারও বিরোধিতা করেন। তিনি আরও বলেন, পার্লামেন্টে কাউকে দিয়ে বক্তৃতা করানোটা পদ্ধতিগত নয়, এই সম্মান অর্জন করতে হয়।