ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন তেমের

ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন তেমের

শেয়ার করুন

_90989169_035036616-1

বিশ্বসংবাদ ডেস্ক :

দিলমা রৌসেফকে অভিসংশনের পক্ষে চুড়ান্ত রায় দিয়েছে ব্রাজিল সিনেট। দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন মিচেল তেমের।

কনজারভেটিভ নেতা মিচেল তেমের ২০১৯ সালের পয়লা জানুয়ারি পর্যন্ত রৌসেফের বাকি মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।

_90984225_2a5881bc-cd19-4c24-b30b-2d981768d19bবাজেট কারচুপির অভিযোগে প্রেসিডেন্ট পদ থেকে দিলমা রৌসেফকে স্থায়ীভাবে সরিয়ে দিল দেশটির সিনেট। বুধবার সিনেটে ভোটে রৌসেফের অভিশংসনের পক্ষে ৬১ টি ভোট পড়ে।  বিপরীতে পড়ে ২০ টি ভোট। এর মধ্য দিয়ে লাতিন আমেরিকার সবচেয়ে বড় অর্থনীতির দেশটিতে বামপন্থি ওয়ার্কার্স পার্টির ১৩ বছরের শাসনের অবসান ঘটল।

অবৈধভাবে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের অর্থ নিয়ে তা সরকারি কাজে ব্যবহারের অভিযোগে গত মে মাসে সিনেটের ভোটে সাময়িকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব থেকে অপসারিত হন রৌসেফ। ওই সময়ই তার বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত নেয় সিনেট।