বিশ্বের শীর্ষ ধনী জেফ বেজোস

বিশ্বের শীর্ষ ধনী জেফ বেজোস

শেয়ার করুন

 

Jef bezos
বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করেছে ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স। এ তালিকায় এক নম্বরে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তার সম্পদের পরিমাণ ১৮ হাজার ২০০ কোটি ডলার।

তবে দ্বিতীয় অবস্থানে এসেছেন টেসলা প্রধান ইলন মাস্ক। তিনি মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসকে পিছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছেন। এর ফলে তালিকার তিন নম্বরে স্থান হয়েছে বিল গেটসের।
মোট সম্পত্তির বিচারে বিশ্বের ৫০০ ধনী ব্যক্তির তালিকা প্রকাশ করে ব্লুমবার্গ। জানুয়ারিতে ইলন মাস্ক ছিলেন ৩৫তম স্থানে। সেখান থেকে গত সেপ্টেম্বরে ফেসবুক প্রধানকেও পেছনে ফেলেন তিনি। এবার পেছনে ফেললেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতাকেও।

সম্পত্তির হিসাবে ইলন মাস্কের অর্থের পরিমাণ এখন ১২ হাজার ৭৯০ কোটি ডলার। চলতি বছরেই ১০ হাজার কোটি ডলার সম্পত্তি বেড়েছে মাস্কের।