বিশ্বব্যাপী মৃত্যুদণ্ড বিলুপ্ত করতে কাজ করে যাওয়ার অঙ্গীকার পোপের

বিশ্বব্যাপী মৃত্যুদণ্ড বিলুপ্ত করতে কাজ করে যাওয়ার অঙ্গীকার পোপের

শেয়ার করুন

merlin_141911988_e03a383f-c676-4b12-a7d6-28ef7d9709bc-jumboবিশ্বসংবাদ ডেস্ক :

বিশ্বব্যাপী মৃত্যুদণ্ডকে বিলুপ্ত করতে কাজ করে যাবে ক্যাথলিক চার্চ, এই অঙ্গীকার করেছেন, পোপ ফ্রান্সিস। বিবিসি জানায়, বৃহস্পতিবার এ ঘোষণার মধ্য দিয়ে রোমান ক্যাথলিক চার্চের পুরনো অবস্থানের বিরুদ্ধে দাঁড়িয়েছেন পোপ।

ক্যাথলিক মতবাদে কোনও কোনও অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রয়েছে। তবে বৃহস্পতিবার রোমান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস এখন বলছেন, কোনো ক্ষেত্রেই মৃত্যুদণ্ডের বিধান মেনে নেওয়া যায় না। এ দণ্ডকে একটি মানুষের শুদ্ধতা এবং মর্যাদার ওপর আঘাত উল্লেখ করে পোপ বলেন, চার্চ এখন বিশ্বব্যাপী মৃত্যুদণ্ড বিলোপে দৃঢ় সংকল্প। এরই মধ্যে  বিশ্বব্যাপী বিশপদের কাছে এই বাণী চিঠি দিয়ে জানিয়েছে ভ্যাটিক্যান।

পোপ প্রত্যেক মানবসত্ত্বার মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল থাকার ওপরই গুরুত্বারোপে করেছেন। এর আগেও মৃত্যুদণ্ড বিলোপের পক্ষে কথা বলেছেন পোপ।