বিদেশিদের কাছে বাড়ি বিক্রি নিষিদ্ধ করলো নিউ জিল্যান্ড

বিদেশিদের কাছে বাড়ি বিক্রি নিষিদ্ধ করলো নিউ জিল্যান্ড

শেয়ার করুন

_103032653_gettyimages-917743990বিশ্বসংবাদ ডেস্ক :

নিউ জিল্যান্ডে বিদেশি নাগরিকদের কাছে বাড়ি বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির পার্লামেন্ট। নাগরিকদের আবাসন সংকটের সমাধান করতে এবং গৃহায়ন ব্যবস্থাকে সাশ্রয়ী করতে এ নিষেধাজ্ঞা জারি হয়েছে।

বেশ কিছুদিন ধরে গৃহায়ন সংকটে ভুগছে নিউজিল্যান্ড সরকার। কম মুনাফার হার, সীমিত আবাসন ও অভিবাসনকে কেন্দ্র করে সাম্প্রতিক বছরগুলোতে আবাসন খাতে মূল্য বেড়েছে। বিদেশি ক্রেতারা বাড়ি কেনায় অবকাঠামো খাত ও বাড়ির দাম বাড়ছে বলে আশঙ্কা তৈরি হয়।  ওই ইস্যুকে কেন্দ্র করেই কনজারভেটিভ ন্যাশনাল পার্টির ৯ বছরের শাসনের অবসান হয়। এখন নিউজিল্যান্ডের ক্ষমতায় রয়েছে মধ্যম-বামপন্থী জোট সরকার। বুধবার আবাসন সংকট সমাধানে নিউ জিল্যান্ডের পার্লামেন্টে ওভারসিজ ইনভেস্টমেন্ট অ্যামেন্ডমেন্ট নামে একটি বিল পাস করতে সক্ষম হয় তারা। ৬৩-৫৭ ভোটে বিলটি পাস হয়।

এ নিষেধাজ্ঞা শুধু নন-রেসিডেন্ট বিদেশিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তাছাড়া মুক্ত বাণিজ্য চুক্তির কারণে অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের নাগরিকদের ওপর এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না।