বাংলাদেশে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ অব্যাহত

বাংলাদেশে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ অব্যাহত

শেয়ার করুন

New york protest।। নিউইয়র্ক প্রতিনিধি ।।

বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ ও প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নিউইয়র্কে বিক্ষোভ অব্যাহত রয়েছে। রোববার জ্যাকসন হাইটসে “নিউইয়র্ক বাংলাদেশ হিন্দু কমিউনিটি’র ব্যানারে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এতে কয়েকশো প্রবাসী বাংলাদেশী অংশ নেন।

সহিংসতার প্রতিবাদে কয়েকশো মানুষ অংশ নিয়ে দেশের বিভিন্ন স্থানের সহিংসতার ছবিসহ নানা রকম পোষ্টার আর ব্যানার নিয়ে রাত অবধি জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজার সামনে স্লোগান দেয়।

এসময় জ্বালানো হয় মোমবাতি। দাবি জানানো হয় বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে হামলাকারীদের বিচারের। একই সাথে বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা অবিলম্বে বন্ধ না হলে, যুক্তরাষ্ট্রে প্রবাসীদের আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দেন বক্তারা।

শারদীয় দুর্গোৎসবের সময় বাংলাদেশের বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক হামলা ও নির্যাতন শুরুর পর আন্দোলন শুরু করেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালিরা।