বহিষ্কৃত ৩৫ রুশ কূটনীতিক দেশে ফিরে গেছেন

বহিষ্কৃত ৩৫ রুশ কূটনীতিক দেশে ফিরে গেছেন

শেয়ার করুন

_93202481_hi037055099বিশ্বসংবাদ ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের দায়ে বহিষ্কাকৃত ৩৫ রাশিয়ান কূটনীতিক স্বপরিবারে যুক্তরাষ্ট্র ছেড়েছেন। ওয়াশিংটনের রুশ দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাসের একজন কর্মকর্তা জানান, ৩৫ কূটনীতিকের সবাই বিমানযোগে ওয়াশিংটন ত্যাগ করেছেন। কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যরা মিলে ৯৬ জন যুক্তরাষ্ট্র ছেড়ছেন।_93184529_037041960-1নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ওয়াশিংটন এবং সান ফ্রান্সিসকো কনস্যুলেটের ৩৫ রুশ কূটনীতিককে বহিষ্কার করেন। তাদের ৭২ ঘণ্টার মধ্যে সপরিবারে নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে পাল্টা পদক্ষেপ নেয়নি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি নতুন মার্কিন প্রেসিডেন্টর সঙ্গে এ নিয়ে আলোচনা করবেন। পরে টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প পুতিনের পদক্ষেপের প্রশংসা করে বলেন, তিনি খুবই স্মার্ট।