ফ্রান্স প্রেসিডেন্ট ম্যাক্রোঁর পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন

ফ্রান্স প্রেসিডেন্ট ম্যাক্রোঁর পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

ফ্রান্সে ইমানুয়েল ম্যাক্রোঁ প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছেন। ৫৭৭ আসনের মধ্যে তিনি এবং তার অনুসারীরা পেয়েছেন ৩শ আসন। যদিও দলটি গঠন হয়েছে মাত্র এক বছর আগে এবং দলের অধিকাংশ প্রার্থীরই রাজনৈতিক কোন অভিজ্ঞতা নেই।

এই জয়ের ফলে মূলধারার দলগুলো অনেকটাই কোনঠাসা হয়ে পড়েছে এবং প্রেসিডেন্ট ম্যাক্রঁ তার ইইউ-পন্থী এবং ব্যবসাবন্ধব নীতি বাস্তবায়নের কর্তৃত্ব পেলেন। সংসদ নির্বাচনের দ্বিতীয় ধাপটিতে অবশ্য ভোট প্রদানের হার ছিল ৪২ শতাংশ।

গত নির্বাচনের তুলনায় যা অনেকটা কম। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের মতো করেই পার্লামেন্টের ভোটও অনুষ্ঠিত হয় দুই দফায়। কেউ যদি প্রথম দফাতেই ৫০ শতাংশের বেশি পরিমাণ ভোট পেয়ে যান, তবে প্রথম দফার ভোটেই তিনি পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন।