ফ্রান্সে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে লাখো মানুষের বিক্ষোভ

ফ্রান্সে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে লাখো মানুষের বিক্ষোভ

শেয়ার করুন

_104390333_050684901-1বিশ্বসংবাদ ডেস্ক :

ফ্রান্সে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে নেমেছে লাখো মানুষ। এতে ১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২২০ জন।

আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার ফ্রান্সজুড়ে বিক্ষোভ চলার সময় বিক্ষোভকারীদের ঘেরাওয়ের মুখে আতঙ্কিত এক চালকের গাড়ির ধাক্কায় এক বৃদ্ধ নারী প্রাণ হারান। প্যারিসে প্রেসিডেন্টের বাসভবনের সামনে বিক্ষোভকারীরা অবস্থান নিতে গেলে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ফরাসি পুলিশ। এখন পর্যন্ত অর্ধ শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

রোববার বিবিসি জানায়: শনিবার ফ্রান্সজুড়ে এই বিক্ষোভে অংশ নেয় প্রায় ২ লাখ ৮০ হাজার মানুষ। তাদের অভিযোগ, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ জ্বালানি তেলের দাম বাড়িয়ে মানুষকে চাপের মুখে ফেলে দিয়েছেন। ফ্রান্সে গত ১২ মাসে জ্বালানি তেলের দাম ২৩ শতাংশ বাড়ানো হয়।