ফিলিপাইনে টাইফুন ম্যাংখুতের আঘাতে ১৪ জনের প্রাণহানি

ফিলিপাইনে টাইফুন ম্যাংখুতের আঘাতে ১৪ জনের প্রাণহানি

শেয়ার করুন

_103450397_049318794-1
বিশ্বসংবাদ ডেস্ক :

ফিলিপাইনে উত্তর উপকূলে বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন ম্যাংখুতের আঘাতে ১৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

বিবিসি জানায়, টাইফুনটি বর্তমানে ফিলিপাইনের প্রধান দ্বীপ লুজনের মধ্য দিয়ে এগিয়ে পশ্চিমমুখে চীনের দক্ষিণাঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে। টাইফুনটির সর্বশেষ বাতাসের গতিবেগ ছিলো ঘন্টায় ৩০৫ কিলোমিটার। টাইফুনের কারণে ৬ মিটার উঁচু জলোচ্ছ্বাসের পূর্বাভাসে উপকূলীয় অঞ্চলের হাজার হাজার বাসিন্দাকে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়।

দেশটির সরকারি এক কর্মকর্তা জানান, ঘূর্নিঝড়ে অন্তত ৪২টি ভূমিধসের ঘটনা ঘটেছে। দেশটির বিভিন্ন এলাকার মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া টাইফুন ম্যাংখুতের আঘাতে শত শত বাড়ির ছাদ ও গাছ উপড়ে গেছে। রোববার বিকালে টাইফুনটি হংকংয়ের কাছ দিয়ে বয়ে যাবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। মঙ্গলবার মাংখুট দুর্বল হয়ে একটি ক্রান্তীয় নিম্নচাপে পরিণত হতে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা।