ফিলিপাইনের প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্তের দাবি জাতিসংঘের

ফিলিপাইনের প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্তের দাবি জাতিসংঘের

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

মেয়র থাকাকালীণ সন্দেহভাজন তিন মাদক ব্যবসায়ীকে হত্যার ঘটনা স্বীকার করার পর, ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা।

মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভা থেকে দেয়া এক বিবৃতিতে সংস্থাটির প্রধান জেইদ রাদ আল  হুসেইন জানান, আইনের শাসন সমুন্নত রাখা ও বিচার বিভাগের স্বাধীনতার জন্যই প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্ত করা উচিত।

জেইদ রাদ আল  হুসেইন বলেন, যখন কেউ জনসমক্ষে হত্যার কথা স্বীকার করেন, এরপরও তার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের পদক্ষেপ না নেয়া অকল্পনীয়।

সম্প্রতি একটি অনুষ্ঠানে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেন, ১৯৮৮ সালে দাভাও শহরের মেয়র থাকাকালীণ সন্দেহভাজন অপরাধীদের নিজ হাতে হত্যা করেন। তার ওই ব্ক্তব্যের পর দুজন সিনেটর এক প্রতিক্রিয়ায় বলেন, এই অভিযোগে প্রেসিডেন্টকে অভিশংসন করা সম্ভব।