‘ফাদার অব দ্য তালেবান’ সামিউল হক নিহত

‘ফাদার অব দ্য তালেবান’ সামিউল হক নিহত

শেয়ার করুন

181102-sami-ul-haq-ew-1249p_76faf45aa816e082c8ab7ee33554fafa.fit-2000w
বিশ্বসংবাদ ডেস্ক :

ফাদার অব দ্য তালেবান হিসেবে পরিচিত মুসলিম নেতা সামিউল হক নিহত হয়েছেন।

তার আত্মীয়দের দাবি, শুক্রবার পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরে নিজ বাড়িতে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে। অন্য এক খবরে, তাকে গুলি করে হত্যার কথা বলা হয়েছে। সামিউল হক পাকিস্তানের খাইবার-পাখতুনতোয়া প্রদেশের আফগানিস্তান সীমান্তের কাছে দারুল উলুম হাক্কানিয়া মাদ্রাসা পরিচালনা করতেন। তার ছাত্রদের একজন ছিলেন তালেবানের প্রতিষ্ঠাতা নেতা মোল্লা ওমর।

তালেবান আন্দোলনের সঙ্গে সম্পর্ক থাকা সত্ত্বেও, মাদ্রাসা পরিচালনায় কোনো সমস্যার মুখে পড়েননি সামিউল হক। তিনি একটি দল থেকে পাকিস্তানে সিনেটর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বলেছেন : পাকিস্তান এক গুরুত্বপূর্ণ ইসলামী নেতাকে হারিয়েছে।