প্রধানমন্ত্রী থেরেসা মের ব্রেক্সিট পরিকল্পনার কঠোর সমালোচনায় জনসন

প্রধানমন্ত্রী থেরেসা মের ব্রেক্সিট পরিকল্পনার কঠোর সমালোচনায় জনসন

শেয়ার করুন

5521বিশ্বসংবাদ ডেস্ক :

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের ব্রেক্সিট পরিকল্পনার কঠোর সমালোচনা করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন প্রধানমন্ত্রীর ব্রেক্সিট পরিকল্পলায় লাভবান হবে ইউরোপীয় ইউনিয়ন।

ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় লেখা এক কলামে জনসন বলেন থেরেসা মের চেক্সার্স চুক্তি ব্রিটেনের জন্য বিপর্যয় ডেকে আনবে। এদিকে ইইউর প্রধান মধ্যস্থতাকারী মিচেল বার্নিয়ার বলেন তিনি এই পরিকল্পনার কিছু অংশের ঘোর বিরোধী।

এদিকে বেক্সিট কৌশলকে অত্যন্ত বাস্তবসম্মত বলে দাবি করেছে যুক্তরাজ্য সরকার। ব্রিট্রেনের মন্ত্রীপরিষদের সম্মতির পর প্রধানমন্ত্রীর অবকাশ যাপন কেন্দ্রে চেকার্স চুক্তিটি হয়। চেকার্স চুক্তি নিয়ে মতদ্বৈততার কারণে জুলাই পদত্যাগ করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।