পাকিস্তানে ব্লাসফেমি আইনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত খ্রিস্টান নারীকে অব্যাহতি

পাকিস্তানে ব্লাসফেমি আইনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত খ্রিস্টান নারীকে অব্যাহতি

শেয়ার করুন

fc13157d6ab74c0e9bb042e40d40ab9c_18বিশ্বসংবাদ ডেস্ক :

পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগে মৃত্যুদন্ডপ্রাপ্ত  ক্রিস্টান নারীকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে সাজা মওকুফ করেছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট।

বুধবার এই রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি সাকিব নিসারের নেতৃত্বাধীন সুপ্রিম কোটের ৩ সদস্যের বেঞ্চ।মহানবী হযরত মোহাম্মদ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম ও পবিত্র কোরানের বিরুদ্ধে অবমাননাকর উক্তির জন্য পাকিস্তানের ইথান ওয়ালী গ্রামের বাসিন্দা ৫৩ বছর বয়সী বিবিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়।

৯ বছর কারাগারে কাটান তিনি।তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনেন দুই নারী। তারা বলেন ২০০৯ সালে তাদের সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে ধর্ম অবমাননাকর উক্তি করেন তিনি। তার সঙ্গে একই পাত্র থেকে পানি পান করতে অস্বীকার করার পর এই উক্তি করেন তিনি বলে অভিযোগ করেন তারা।

২০১০ সালে তাকে মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত।এর চার বছর হাইকোর্টও সেই রায় বহাল রাখে।শেষ পর্যন্ত আপিল বিভাগের রায়ে মওকুফ করা হলো তার সাজা।পাকিস্তানে ধর্ম অবমাননা একটি মারাত্মক অপরাধ।