পাকিস্তানের জয়ে উল্লাস করায় ১৫ ভারতীয় আটক

পাকিস্তানের জয়ে উল্লাস করায় ১৫ ভারতীয় আটক

শেয়ার করুন

TOPSHOT - Kashmiri cricket fans celebrate after Pakistan's win in the International Cricket Championship (ICC) Champions Trophy final cricket match against India on June 18, 2017 in downtown Srinagar. Pakistan thrashed title-holders India by 180 runs to win the Champions Trophy final at The Oval in London on June 18, 2017. / AFP PHOTO / TAUSEEF MUSTAFA (Photo credit should read TAUSEEF MUSTAFA/AFP/Getty Images)

বিশ্বসংবাদ ডেস্ক :

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিজয় উদযাপন করায় ‘রাষ্ট্রদ্রোহিতা’র অভিযোগে ভারতের মধ্যপ্রদেশে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত রোববার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল চলাকালে, এরা পাকিস্তানের পক্ষে এবং ভারতের বিরুদ্ধে শ্লোগান দেয় বলে অভিযোগ করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বুরহানপুর জেলার মোহাদ গ্রামে।66265c9b4e24431d975cbedccfbc4a95_18রোববার খেলার সময় অনেক মুসলিম তরুণ পাকিস্তানের পক্ষে শ্লোগান দেয়, গ্রামবাসীর এই অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় রাষ্ট্রদ্রোহ আইনের আওতায় ১৫ জনকে গ্রেফতার করে। পুলিশ বলছে, সেখানে এই ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দিতে পারে বলে তারা আশংকা করছিল। ভারতের রাষ্ট্রদ্রোহের সর্বোচ্চ সাজা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড।